ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৭ সেপ্টেম্বর ৬০তম জাতি সংঘ শীর্ষ সম্মেলনের উন্মুক্ত বিতর্কে ইরানের পারমাণবিক সমস্যার সমাধানের নতুন প্রস্তাব দাখিল করেছেন ।
বিতর্কে আহমাদিনেজাদ ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার অবস্থান আরেক বার ঘোষণা করেছেন । তিনি বলেছেন , পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক পরিকল্পনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বৈদেশিক কম্পানিকে ইরানের ইউরেনিয়াম ঘনিভূতকরণ পরিকল্পনায় যোগ দিতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ইরানের আছে ।
তিনি জাতি সংঘ সম্মেলনের কাছে বিশ্বের নিরস্ত্রীকারণের কার্যকর ব্যবস্থা ও কৌশল প্রণয়ন করার জন্য একটি বিশেষ কমিশন প্রতিষ্ঠা করার প্রস্তাবও দিয়েছেন ।
এর আগে ইরান অন্যান্য ইসলামিক দেশের সঙ্গে পারমাণিবক প্রযুক্তি ভাগাভাগি করার যে খবর বেরিয়েছে , বিতর্কের পর অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এহমাদিনেজাদ তাও অস্বীকার করেছেন । তিনি এর সঙ্গে সঙ্গে আরেক বার বলেছেন , ইরান কিছু কিছু শক্তিশালী দেশের অতিরিক্ত দাবির চাপে নতি স্বীকার করবে না ।
|