গত ৩০ বছরে আফগানিস্তানের প্রথম সংসদ নির্বাচন ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
প্রায় এক কোটি ২০ লক্ষ ভোটদাতা ২শো ৪৯জন জাতীয় পরিষদ সদস্য এবং ৪শো ২০জন প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচন করছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রায় ১০ অক্টোবর নাগাদ ঘোষিত হবে, চূড়ান্ত ফলাফল ২২ অক্টোবর ঘোষিত হবে।
খবরে প্রকাশ, এবারকার নির্বাচন সুষ্ঠুভাবে চালানোর জন্যে আফগানিস্তানের সরকারী বাহিনী, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী ও নেটোর বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।
কিন্তু সেদিন, আফগানিস্তানের বিভিন্ন স্থান বারবার সহিংস তত্পরতা চলেছে।
|