ফিলিস্তিন স্বশাসন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৭ সেপ্টেম্বর গাজায় ঘোষণা করেছেন, ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী সেদিন গাজা-মিসর সীমান্তে এক হাজার পাঁচ শো সৈন্য মোতায়েন করেছে, যাতে সীমান্ত-পার সমিংস তত্পরতা রোধ করা যায়।
একইদিন, ফিলিস্তিন সরকারের মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ইসরাইলের প্রধানমন্ত্রী শারোনের সঙ্গে অক্টোবরের প্রথম দিকে আবার বৈঠক করবেন। তাঁরা মধ্য-প্রাচ্য শান্তির "রোড ম্যাপ" বাস্তবায়নের প্রশ্ন নিয়ে আলোচনা করবেন, এবং যোবতীয় দ্বি-পাক্ষিক সমস্যা সমাধানের প্রয়াস করবেন।
|