এপেক কর্মকর্তার স্বীকৃতি, চীন একটি বাজার অর্থনীতির দেশ
cri
এপেকের অর্থনৈতিক সহযোগিতা আর উন্নয়ন সংস্থার মন্ত্রী কোরোম জয় ১৬ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীনের বে-সরকারী অর্থনীতি জাতীয় অর্থনীতির দুই তৃতীয়াংশ। সুতরাং চীন এখন একটি বাজার অর্থনীতির দেশ হয়েছে। ' চীনের অর্থনীতি সংক্রান্ত গবেষণা রির্পোট' প্রকাশের একটি সভায় তিনি এ কথা বলেছেন। এই রিপোটে বিগত ২০ বছরে চীনের অর্থনীতিরদ্রুত বৃদ্ধি এবং দারিদ্র বিমোচনে অর্জিত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।রিপোর্টে আরো বলা হয়েছে, চীন সরকারের আর্থনীতির পরিবর্তনের কল্যাণে এই সব সাফল্য অর্জিত হয়েছে।
|
|