|
|
(GMT+08:00)
2005-09-17 19:44:55
|
আন্তর্জাতিক বস্ত্র আর পোষাক ব্যুরোর কর্মকর্তা : চীন বস্ত্রবয়ন বাণিজ্য বিরোধের বলির পাঁঠা
cri
১৬ সেপ্টেম্বর পেইচিংএ আন্তর্জাতিক বস্ত্রবয়ন আর পোষাক ব্যুর্রোরকার্যনিবার্হী মহা -পরিচালক মুনির আহমাদ বলেছেন, বস্ত্র বাণিজ্য বিরোধে অনেকেই চীনের রফতানি নিয়ন্ত্রণের লক্ষ্য অব্যাহতভাবে বাস্তবায়নের ক্ষেত্রেচীনকে বলির পাঁঠা হিসেবে গণ্য করে। পেইচিংএ আয়োজিত ' ডাবলিওটিও আর চীন: পেইচিং আন্তর্জাতিক ফোরামে' তিনি বলেছেন, বাস্তবে সরকারের সাহায্যে বাণিজ্য সংরক্ষণবাদের পদক্ষেপ প্রবর্তন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্য বিরোধ সৃষ্টির প্রধান কারণ। বস্ত্র আর পোষাক বাণিজ্য আরেকটি অন্তবর্তীকালের সম্মুখীন হবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।এ সময়পর্বে চীন মাঝে মাঝে অভিযোগের শিকার হতে পারে। আসলে বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নীতি হল এই সমস্যার উত্স।
|
|
|