চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্যানকুভারে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার গভর্নর গর্ডন ক্যাম্বেলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
হু চিন থাও বলেছেন, তিনি আশা করেন যে, কানাডা সরকারের উত্থাপিত " প্রশান্ত মহাসাগরীয় দ্বার" প্রতিষ্ঠার পরিকল্পনা কানাডার বৈদেশিক বাণিজ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের অবস্থান জোরদার করবে এবং চীন-কানাডা আর্থ-বাণিজ্য সহযোগিতা বিশেষ করে চীনের সঙ্গে সহযোগিতার জন্য আরও সুষ্ঠু শর্ত সৃষ্টি করবে।
ক্যাম্বেল বলেছেন, ব্রিটিশ কলম্বিয়া রাজ্য চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। এ কয়েক বছর চীনের প্রতি তার বাণিজ্য দ্রুত বেড়েছে এবং চীনের সংশ্লিষ্ট প্রদেশ ও শহরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানও অব্যাহতভাবে জোরদার হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়া রাজ্য আশা করে যে, "প্রশান্ত মহাসাগরীয় দ্বার"এই অনুকূল ভৌগলিক অবস্থান, সমৃদ্ধ শক্তি সম্পদ ও অগ্রসর প্রযুক্তির কল্যাণে আরও বিরাট ক্ষেত্রে এই রাজ্য চীনের সঙ্গে দীর্ঘকালীন সহযোগিতা করবে এবং আরও বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার সম্পর্ক সুসংবদ্ধ করবে।
|