জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সংক্রান্ত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর ভ্যানকুভার পৌঁছে কানাডা সফর শুরু করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সংক্রান্ত শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হু চিন থাও উপস্থিত ছিলেন এবং ধারাবাহিক সম্মেলনে তিনি ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি আন্তর্জাতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলোতে চীনের মতামত ও দৃষ্টিভঙ্গি অবহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের সুস্থ ও সমন্বিত উন্নয়ন, জাতিসংঘের ভূমিকা জোরদার, জাতিসংঘের সংস্কার ত্বরান্বিত করা ইত্যাদি ব্যাপারে চীনের বিস্তারিত প্রস্তাব উত্থাপন করেছেন। তাছাড়া উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চীনের নেওয়া গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোও তিনি অবহিত করেছেন।
মার্কিন প্রেসিডেণ্ট বুশ, রাশিয়ার প্রেসিডেণ্ট পুটিন, গাবোনের প্রেসিডেণ্ট ওমার বোন্গা -সহ ১১জন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে হু চিন থাও সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক পরিস্থিতি ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে নেতাদের মধ্যে মত বিনিময় হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মতও প্রকাশিত হয়েছে।
হু চিন থাও'র সঙ্গে কানাডা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ১৬ সেপ্টেম্বর রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কোন্ডোলিজা রাইসের সঙ্গে ফোনে কথাবার্তা করেছেন।
১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে দু'নেতার সাক্ষাত্কালে অর্জিত মতৈক্য নিয়ে দু'পক্ষ মত বিনিময় করেছে এবং পেইচিংয়ে চলমান ছ'পক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা করেছে।
|