পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ ১৬ সেপ্টেম্বর বলেছেন, সম্প্রতি নিউইয়র্কে পাকিস্তানের প্রেসিডেন্ট মুসারাফ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি বৈঠক পাক-ভারত সার্বিক সংলাপের অগ্রগতি সক্রীয় ভূমিকা পালন করবে।
আজিজ ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি মনমোহন সিংয়ের সঙ্গে সার্ক শীর্ষ সম্মেলন, বৃটিশ কমন্ত্তয়েলথ সদস্যদের সম্মেলনসহ বিভিন্ন সম্মেলনে বৈঠক করবেন। তিনি বলেছেন, দু'দেশের সুনির্দিষ্ট কিছু সমস্যার সমাধানের জন্যে আরো সময় লাগবে, কিন্তু পাক-ভারত নেতাদের নিউইয়র্কে বৈঠক সাফল হয়েছে।
আজিজ বলেছেন, পাকিস্তান ও ভারত আশা করে শান্তি আলোচনার মাধ্যমে কাশ্মিরসহ, যাবতীয় বিরোধ নিষ্পত্তি করা হবে।
|