পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও ১৬ সেপ্টেম্বর বলেছেন, পাকিস্তান আফগান সীমান্তে এক শো চেক পোস্ট ও পাঁচ হাজার নিরাপত্তা সৈন্য মোতায়েন করেছে, যাতে আফগানিস্তানের নির্বাচনের সময়ে আফগান সীমান্তের নিরাপত্তা নিশ্চয়তা করা যায়।
তিনি ইসলামাবাদে গণমাধ্যমের কাছে বলেছেন, শান্তি আফগানিস্তানের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের আসন্ন সংসদ নির্বাচন আফগানিস্তান ও এই অঞ্চলের অন্য দেশের নিরাপত্তা পরিস্থিতির সুরক্ষার জন্যে সহায়ক হবে। তিনি আশা করেন, আফগানিস্তানের নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে।
|