১৬ সেপ্টেম্বর গভীর রাতে লেবাননের রাজধানী বৈরুতের পূর্ব উপকন্ঠে এক গুরুতর গাড়ী বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে ,এতে কমপক্ষে একজন নিহত আর ১০জন আহত হয়েছে ।
লেবাননের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লেবানন টেলিভিশনের একটি খবরে বলা হয়েছে , বৈরুতের খৃষ্টান অধ্যুষিত আছরাফিয়েহ অঞ্চলের একটি ব্যাংকের কাছে এই বিস্ফোরণ ঘটেছে । একটি গাড়ীর নীচে লুকিয়েরাখা ১৫ কিলোগ্রামের বারুদে দূর- নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে । বর্তমানে কোনো সংস্থা বা ব্যক্তি এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি ।
১৪ ফেব্রুয়ারী বৈরুতে গাড়ী বোমা বিস্ফোরণে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরির মৃত্যুর পর বৈরুতে র খৃষ্টান অধ্যুষিত অঞ্চলে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে , এতে কয়েক ডজন লোক হতাহত হয়েছে ।
|