চীনের তিব্বত- সংস্কৃতি সপ্তাহ ১৬ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে উদ্বোধন হয়েছে । চীনের তিব্বত-সংস্কৃতি সপ্তাহ প্রতিনিধি দলের নেতা ছিয়েন সিয়াও ছিয়েন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , আমি বিশ্বাস করি তিব্বতের সংস্কৃতি সপ্তাহের কর্মসূচীগুলো থেকে ইতালির নাগরিকরা চীনের তিব্বতের সংস্কৃতি , শিল্পকলা ও তিব্বতের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন । এই কর্মসূচীর মাধ্যমে চীন ও ইতালির জনগণের পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্ব আরও নিবিড় হবে ।
ইতালি-চীন তহবিল সংস্থার চেয়ারম্যান রোমিটি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , চীনের তিব্বত- সংস্কৃতি সপ্তাহ'র আয়োজন দুদেশের সাংস্কৃতিক আদান-প্রদান তরান্বিত করবে এবং এই রহস্যময় ভূমি সম্পর্কে আরো বেশী জানার জন্য তিব্বতে যেতে আরো বেশী লোককে অনুপ্রাণিত করবে ।
|