নিউজিল্যান্ডে সংসদ নির্বাচন ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। ২৮.৩ লক্ষ ভোটার নতুন সংসদ নির্বাচনের জন্যে ভোট দিয়েছেন এবং তা থেকে নতুন সরকারও গঠিত হবে।
স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটদান চলেছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে চললে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হবার কথা।
এবারের নির্বাচনে তুমুল প্রতিযোগিতা চলছে। সর্বশেষ মতামত জরিপ থেকে জানা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের নেতৃত্বাধীন লেবার পার্টি আর ব্যাংকার ডন ব্রাশের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সমর্থন হার মোটামুটি একই। সেইজন্য নির্বাচনের ফলাফল নিয়ে ধারণা করা যাচ্ছে না।
|