 ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীচীনের প্রেসিডেন্ট হু চিনথাও নিউইর্য়কে হোটেলে আলাদাআলাদাভাবে কয়েকটি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাক করেছেন ।
পাকিস্তানের প্রেসিডেন্টপারভেজ মুশাররফের সঙ্গে সাক্ষাত করার সময় হু চিনথাও বলেছেন , চীন পাকিস্তানের সঙ্গে মিলে প্রচেষ্টা চালিয়ে চীন ও পাকিস্তানের আর্থ-বানিজ্যিক সহযোগিতাকে এক নতুন পর্যায়ে উন্নীত করবে । মুশাররফ বলেছেন , আন্তর্জাতিক বিষয়াদিতে পাকিস্তান ও চীনের নিবিড় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন ।
আলর্জেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকার সঙ্গে সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধান এক মত হয়েছেন যে , তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দুদেশের সমন্বয় ও সহযোগিতা জোরদার করবেন এবং উন্নয়নমুখী দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে আরও ভালভাবে রক্ষা করার প্রচেষ্টা চালাবেন ।
মেসিডোনিয়ার প্রেসিডেন্ট ব্রান্কো সির্ভেন্কোফস্কিও গ্যাবোনের প্রেসিডেন্ট ওমার বোগোর সঙ্গে সাক্ষাত করার সময় হু চিনথাও বলেছেন , চীন দেশদুটির সঙ্গে মিলে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে চায় । দুই প্রেসিডেন্ট হু চিনথাওয়ের সঙ্গে একমত হয়েছেন । সির্ভেকোফস্কি এক চীন নীতি সমর্থন করার কথা আবার ঘোষণা করেছেন ।
তাছাড়া হু চিনথাও ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান সুইডেনের প্রধানমন্ত্রী গরান পেরসোনের সঙ্গে সাক্ষাত করার সময় চীন-সুইডেন সম্পর্ক ও জাতিসংঘের সংস্কার প্রভৃতি সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন ।
|