কাজাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মুক্তার আলতেনবায়েভ ১৬ সেপ্টেম্বর রাজধানী আস্তানায় চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান , রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ছাও কাংছুয়ানের সঙ্গে বৈঠক করেছেন ।
আলতেনবায়েভ বলেছেন , ছাও কাংছুয়ানের সফর দুদেশ ও দুই সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নকে ত্বরান্বিত করার পক্ষে গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে । তিনি বলেছেন , দুদেশের রণনৈতিক অংশীদারীত্বের সম্পর্ক সুষ্ঠুভাবে বিকাশ লাভ করছে । কাজাকিস্তান এক চীন নীতিতে অটল থাকবে , এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্যে চীনের চালিত সবরকমের প্রচেষ্টাকেসমর্থন করবে ।
ছাও কাংছুয়ান বলেছেন , কাজাকিস্তান চীনের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র । চীন ও কাজাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতামূলক সম্পর্ক দুদেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ বিশেষ । চীন কাজাকিস্তানের সঙ্গে মিলে দুই বাহিনীর সম্পর্ককে আরও জোরদার করার প্রচেষ্টা চালাবে ।
|