১৬ সেপ্টেম্বরনির্দিষ্ট সময়ের আগে ১৪টি সাত লক্ষ কিলোওয়াটের জেনেরেটিং সেট বিদ্যুত উত্পাদন শুরু করার পর চীনের তিনগিরিখাতের বাম তীরের বিদ্যুত কেন্দ্রের নির্মানকাজ নির্দিষ্ট সময়ের এক বছর আগে সম্পন্ন হয়েছে ।
ইয়াংসি নদীর তিনগিরিখাত প্রকল্প বিশ্বে বৃহত্তম নির্মিয়মান পানি প্রকল্প । প্রকল্পটির একগুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদ্যুত কেন্দ্র-প্রকল্পটি দুই তীরের মোট ২৬টি সাত লক্ষ কিলোওয়াট জেনেরেটিং সেট নিয়ে গঠিত । বাম তীরের বিদ্যুত কেন্দ্রপ্রতিষ্ঠিত হওয়ার পর তিনগিরিখাত বিদ্যুত কেন্দ্রেরমোট বিদ্যুত উত্পাদন ক্ষমতা বিশ্বে তৃতীয় স্থান অধিকার করবে ।
বাম তীরের বিদ্যুত উত্পাদন শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের উপপ্রধানমন্ত্রী চেন পেইইয়েন বলেছেন , তিনগিরিখাত প্রকল্পটির নির্মানকাজ সম্পন্নহওয়ায় চীনের বিদ্যুত উত্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
|