ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ১৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বলেছেন, ভারত, জাপান, জার্মানি ও ব্রাজিল এ চারটি দেশ চলতি ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে নিরাপত্তা পরিষদ সম্প্রসারণ সংক্রান্ত একটি নতুন প্রস্তাব দাখিল করবে।
জাপান, জার্মানি ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সিং এই কথা বলেছেন। তিনি বলেন, চারদেশের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, তাঁরা এই বছর শেষের আগে সাধারণ সম্মেলনকে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য চেষ্টা চালাবেন। কিন্তু তিনি প্রস্তাবের বিষয় ও দাখিলের সময় সম্পর্কে কিছু বলেন নি।
|