কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন ১৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অব্যাহত রয়েছে। অংশগ্রহণকারী পক্ষগুলো সেদিন দলীয়নেতা সম্মেলন ও ঘন ঘন দ্বিপাক্ষিক আদান-প্রদানে লাইট-ওয়াটার রিঅ্যাক্টর-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে।
বিকেলে অনুষ্ঠিত দলীয়নেতা সম্মেলনে ছ'পক্ষীয় দলীয় নেতারা অভিন্ন দলিলপত্র নিয়ে আলোচনা করেছেন। এ সম্মেলনে চীন অভিন্ন দলিলপত্রের সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছে এবং বিভিন্ন পক্ষের প্রতি ১৭ সেপ্টেম্বর বিকেলের মধ্যে জবাব দেওয়ার আশা প্রকাশ করেছে।
এর আগে বিভিন্ন পক্ষ ঘন ঘন দ্বিপাক্ষিক পরামর্শ করেছে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র পুনরায় বৈঠক করে। এ নিয়ে দেশ দু'টি তৃতীয়বারের মতো বৈঠক করেছে। পারমাণবিক কর্মসূচির আওতা, লাইট ওয়াটার রিঅ্যাক্টর ও শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার ইত্যাদি বিষয়ে দু'পক্ষ আলোচনা করেছে। মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল বলেছেন, মার্কিন ও উঃ কোরিয়ার প্রতিনিধি দলের সুষ্ঠু আলোচনা হয়েছে। কিন্তু বর্তমানে দু'পক্ষ কিছু আপোষ করবে কিনা, সে বিষয়ে ধারণা করা যাচ্ছে না।
|