ইকুয়েডর সরকার ১৫ সেপ্টেম্বর "জাতিসংঘ দূর্নীতি-বিরোধী চুক্তি" অনুমোদন করেছে। তাতে ত্রিশটি দেশ এই চুক্তির অনুমোদন করেছে বলে চুক্তিটি কার্যকর হবে।
জানা গেছে, চুক্তিটি ৯০ দিন পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
"জাতিসংঘ দূর্নীতি-বিরোধী চুক্তি" আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধের জন্য প্রথমবার আইনগত ভিত্তি স্থাপন করেছে। ২০০৩ সালে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর শুরু হয়। নিয়ম অনুযায়ী, ত্রিশটি দেশের অনুমোদন পেলেই কেবল চুক্তিটি প্রবর্তন করা যাবে।
চীন সরকার ২০০৩ সালের ডিসেম্বর মাসে এই চুক্তি স্বাক্ষর করে।
|