১৬ সেপ্টেম্বর চীনের ইয়াংজি নদীর তিন গিরিখাত প্রকল্পের অধীনস্থ বাম তীরের বিদ্যুত কেন্দ্রে সাত লক্ষ কিলোওয়াট বিদ্যুত উত্পাদনকারী চতুর্দশ জেনারেটর চালু হয়েছে। এই বিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজ নির্দিষ্ট সময়ের এক বছর আগে সম্পন্ন হয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে ইয়াংজি নদীর তিন গিরিখাত প্রকল্প বিশ্বের বৃহত্তম জল প্রকল্প । বিদ্যুত প্রকল্প গিরিখাত প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংগ । বিদ্যুত প্রকল্প দুই তীরে সাত লক্ষ কিলোওয়াট বিদ্যুত উত্পাদনকারী মোট ২৬টি জেনারেটর নিয়ে গঠিত । বাম তীরের বিদ্যুত কেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর তিন গিরিখাত প্রকল্পের বিদ্যুত উত্পাদন ক্ষমতা পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে ।
উল্লেখ করা যেতে পারে যে তিন গিরিখাত প্রকল্পের বিদ্যুত প্রকল্পের সমস্ত নির্মাণকাজ২০০৮ সালে সম্পন্ন হবে ।
|