** ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কিম ইলসুং-এর চীন সফর
১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উত্তর কোরিয়ার গণতান্ত্রিক গণ প্রজাতন্ত্রের চেয়ারম্যান কিম ইলসুং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও চীন গণ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় পরিষদের আমন্ত্রণে চীনে রাষ্ট্রীয় সফর আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। কিম ইলসুং সফরকালে হু ইয়াওবাং প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দুদেশের নেতারা যার যার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা বর্ণনা করেন এবং অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন । সফরকালে কিম ইল সুং তেং সিয়াওপিং ও হু ইয়াওবাং-য়ের সঙ্গে চীনের সিছুয়ান প্রদেশে এবং সিআন শহরে পরিদর্শন আর সফর করেছেন।
** লেবাননের গৃহযুদ্ধ বেধে উঠে
১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর লেবাননের গৃহযুদ্ধ বেধে উঠে , ফলে দেশের এক বিভক্ত অবস্থা দেখা দিয়েছে। বেরুটের রাস্তা আগুনের সাগরে পরিণত হয় এবং সরকার হুমকির সম্মুখীন। মুসলিম ও ক্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং ফুটপাতে মৃতদেহ ও ধ্বংসাবশেষ জমে থাকে , তাতে প্রায় ৮ বিলিয়ন (ব্রিটিশ) পাউণ্ড ক্ষতি হয়েছে। বৈদেশিক পুঁজি এই সমৃদ্ধ রাজধানি থেকে প্রত্যাহার শুরু হয়।
** ভিয়েতনামের ফরাসী আগ্রাসন—বিরোধী যুদ্ধের ভিয়েতনাম-চীন সীমান্ত অভিযান শুরু
১৯৫০ সালের ১৬ সেপ্টেম্বর চীনের সমর্থনে ভিয়েতনামের গণ সৈন্য বাহিনী ভিয়েতনাম-চীন সীমান্ত এলাকায় প্রতিরোধ যুদ্ধ শুরু করে । প্রথমে তুংসিয়ে আক্রমণ করে প্রায় ১০ হাজার শত্রু নিহত করেছে, কাওপিং থেকে লিয়াংশান পর্যন্ত ফ্রান্সের সামরিক ঘাটি দখল করেছে এবং পাঁচটি শহর মুক্ত করেছে বলে ভিয়েতনামের উত্তর অঞ্চলের মুক্তি এলাকা সুসংবদ্ধ ও সম্প্রসারিত করেছে। এইভাবে ভিয়েতনামী জনগণের পশ্চাদভাগ সুসংবদ্ধ হয়েছে এবং ভিয়েতনামী সৈন্য বাহিনী উত্তর ভিয়েতনামের যুদ্ধক্ষেত্রে অনুকূল অবস্থান অধিকার করেছে।
** মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটবস কর্পোরেশন প্রতিষ্ঠা
১৯০৮ সালের ১৬ সেপ্টেম্বর "জেনারেল মটবস কর্পোরেশন" প্রতিষ্ঠিত হয়। ১৯০৪ সালে জি এম " বিকো বাস কোম্পানি" কিনেছে এবং এই কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহত্তম বাস নির্মাণ কারখানা হয়েছে।
** সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী পিয়াগেটের মৃত্যু
১৯৮০ সালের ১৬ সেপ্টেম্বর শিশুদের মনোবিজ্ঞানী পিয়াগেট তাঁর নিজের দেশ সুইজারল্যান্ডে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। ফ্রান্সের নৃবিজ্ঞানী সটলোসের প্রভাবে পিয়াগেটের গবেষণায় স্ট্রাকচারলিজ্ম ব্যবহার করেছেন। মানুষ কিভাবে চিন্তা করে এই সম্পর্কে তিনি খুব মনযোগ দেন এবং শিশুরা কিভাবে নিজেদের অভিজ্ঞতাকে ভাল চিন্তারীতিতে রুপান্তরিত করে , সেই সম্পর্কে বিশেষ মনযোগ দেন।
** জার্মান জীববিজ্ঞানী কোসেলের জন্ম
১৮৫৩ সালের ১৬ সেপ্টেম্বর কোসেল একটি ব্যবসায়ীর পরিবারে জন্ম গ্রহণ করেন। ছোটবেলায় তাঁর কথা খুব কম ছিল, বরং চার-দিকের বস্তু বা বিষয় দেখা ও গবেষণা করার খুব পছন্দ । বিশেষ করে উদ্ভিদের বড় হওয়ার বিষয় নিয়ে গবেষণা করতে তাঁর ভাল লাগে। তিনি নিজের বাগানে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন এবং তাদের ফল মন দিয়ে দেখেন। ছুটির দিনে তিনি উদ্ভিদের নমুনা রাখার বিশেষ বাক্স নিয়ে উপকন্ঠে গিয়ে সেগুলো সংগ্রহ করেন। তাঁর আরেক মজা নাম আছে :" উদ্ভিদ মোদী "।
|