ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং আর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফ স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর নিউইয়োর্কে জাতি সংঘের সদর দপ্তরে একটি যুক্ত বিবৃতিতে বলেছেন, ভারত-পাকিস্তান কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্য সব রকম উপায় খুঁজে বের করার জন্য একমত হয়েছে। বিবৃতিতে আরেক বার ঘোষণা করা হয়েছে যে, কোনো মতেই সন্ত্রাসবাদের তত্পরতায় দু'দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া বিধ্বস্ত হতে দেয়া চলবে না।
এর আগে সিং মুশারাফের সঙ্গে রুদ্ধ কক্ষ বৈঠক করেছেন। বৈঠক শেষে মুশারাফ সংবাদ মাধ্যমকে এই যুক্ত বিবৃতি ঘোষণা করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, দু'পক্ষ গত এপ্রিল সাক্ষাত্কালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক পারস্পরিক আস্থা জোরদার করার কয়েকটি চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকরী করা এবং দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ও লোকজনদের আদানপ্রদান অব্যাহতভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
|