চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ১৫ সেপ্টেম্বর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে চীনের শহর ও গ্রামীন স্থাবর পরিসম্পদ খাতে পুঁজি বিনিয়োগ গত বছরের একই সময়ের চেয়ে ২৭.৪ শতাংশ বেড়েছে। বৃদ্ধির মাত্রা গত বছরের একই সময়ের চেয়ে ২.৯ শতাংশ কমে গেছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম আট মাসে গোটা দেশের শহর ও গ্রামীন স্থাবর পরিসম্পদ খাতে পুঁজি বিনিয়োগ ৪ হাজার একশ' বিলিয়ন রেনমিনবি পৌঁছেছে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় শিল্পে পুঁজি বিনিয়োগ সবচেয়ে দ্রুত বেড়েছে। বৃদ্ধি হার ছিল ৩৫.২ শতাংশ ।
|