চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিংকাং ১৫ সেপ্টেম্বর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন-মার্কিন শীর্ষবৈঠক একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক । এটা ভবিষ্যতে দুদেশের সম্পর্কের সুস্থ আর স্থিতিশীল উন্নয়নের ওপর সুগভীর প্রভাব ফেলবে ।
তিনি বলেছেন , দুদেশের দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে এই মত প্রকাশ করেছেন যে , ব্যাপক ক্ষেত্রে দুদেশের অভিন্ন স্বার্থ রয়েছে । দুদেশের উচিত সহযোগিতা ও আদান প্রদান জোরদার করা আর পারস্পরিক আস্থা বাড়ানো । উভয় পক্ষই সমতাভিত্তিক পরামর্শের মাধ্যমে অমীমাংসিত সমস্যাগুলো নিরসন করার পক্ষপাতী ।
তিনি বলেছেন , চীন আর যুক্তরাষ্ট্র গঠনমূলক অংশিদারিত্বের সম্পর্ক স্থাপনে ব্রতী হচ্ছে । দুপক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করা যেমন দুদেশের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ , তেমনি এটা বিশ্ব ও এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ করা আর মানব জাতির যৌথ উন্নয়ন ত্বরান্বিত করার অনুকূল হবে ।
|