চীনা বাণিজ্য মন্ত্রীর সহকারী ফু জি ইং ১৫ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, গত কয়েক বছরে চীন-আসিয়ান আর্থ-বাণিজ্য সহযোগিতার আকার অব্যাহতভাবে বাড়ছে, মানও উন্নত হচ্ছে। আর্থ-বাণিজ্য সহযোগিতার অগ্রগতি একটি সোনালী যুগে প্রবেশ করেছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ফু জি ইং এ কথা বলেছেন। তিনি বলেন, ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চীন-আসিয়ান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রতি বছর ৩৮.৯ শতাংশ বেড়েছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০৫.৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা এক বছর আগে অর্জিত হয়েছে। এ বছরের জুলাইয়ে দু'পক্ষ চীন-আসিয়ান অবাধ বাণিজ্যিক অঞ্চলে কর কমানো পরিকল্পনা চালু করেছে, তার মানে চীন-আসিয়ান অবাধ বাণিজ্যিক অঞ্চল ব্যাপক ও বাস্তব কার্যকরী পর্যায়ে প্রবেশ করেছে।
|