১৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ধারাবাহিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং চীন পক্ষে "আন্তর্জাতিক পারমাণবিক হুমকি রোধ চুক্তি" স্বাক্ষর করেছেন।
"আন্তর্জাতিক পারমাণবিক হুমকি রোধ চুক্তি" হলো পারমাণবিক সন্ত্রাসবাদী তত্পরতার উপর আঘাত হানা এমন একটি আন্তর্জাতিক চুক্তি। এতে পারমাণবিক সন্ত্রাসবাদের সংজ্ঞা ধার্য করা হয়েছে এবং তা বর্তমান সন্ত্রাস দমন ব্যবস্থার অসম্পূর্ণতা দূর করা হয়েছে। এই চুক্তি পারমাণবিক সন্ত্রাসবাদের দমন ও শাস্তি দেয়ার জন্য আইনগত ভিত্তি স্থাপন করেছে।
জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেন, চুক্তি স্বাক্ষরের প্রথম দিনে চীন তা স্বাক্ষর করেছে, তাতে বোঝা যায় চীন সরকার যে কোনো রকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। চীন সব সময় আন্তর্জাতিক সন্ত্রাস দমন সংশ্লিষ্ট আইন সমর্থন করে এবং চীন সরকার আইনগত ভিত্তিতে সন্ত্রাস দমনের অধিষ্ঠানে অতি দৃঢ়। অন্যান্য দেশগুলো যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটি স্বাক্ষর করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
|