দঃ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কিমুন ১৫ সেপ্টেম্বর বলেছেন, উত্তর কোরিয়ার উচিত পুরোপুরিভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছেড়ে দেওয়ার ভিত্তিতে শক্তি সম্পদের সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা অর্জন করা।
দঃ কোরিয়ার প্রেসিডেণ্ট রোহ মু হাইউনের সঙ্গে জাতিসংঘ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বান কিমুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন। তিনি বলেন, দঃ কোরিয়া সরকারের মনে করে, চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলনে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পক্ষকে অভিন্ন দলিল পত্র স্বাক্ষর করতে হবে।
তিনি আরও বলেছেন, বর্তমানে পারমাণবিক শক্তি পরিহারের আওতা ও বিষয়-সহ বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করা উত্তর কোরিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত।
|