দ্বিতীয় চীন - ই-ইউ সরকারী ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম ১৫ সেপ্টেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে ।
এই ফোরাম চলাকালে চীন ও ই-ইউ'র ১৮টি দেশের ২৬০ জন প্রতিনিধি সমাজ-সংস্কারের নতুন পদক্ষেপ নিয়ে গভীরভাবে আলোচনা করে গঠনমূলক সাফল্য অর্জন করেছেন ।
প্রতিনিধিরা এই মত প্রকাশ করেছেন যে , স্বাভাবিক সামাজিক শৃঙখলাই সুষম সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত ও নিশ্চয়তা । সমাজের ন্যায়-বিচার নিশ্চিত করবে হবে এবং অর্থনীতি ও সমাজের সমন্বিত উন্নয়ন সাধন করতে হবে ।
তাঁরা এক মত হয়েছেন যে , মানুষের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে , আইন অনুযায়ী প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে , প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আগে নাগরিকদের মতামত নিষ্ঠার সঙ্গে শুনতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থার সংস্কার করতে হবে ।
|