প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের এম আব্দুর রাজ্জাক, চট্টগ্রামের রাঙ্গুনীয়ার ডেলটা ওয়েল ফেয়ার ডি এক্স ক্লাবের মুহাম্মদ লিয়াকত আলী এবং হবিগঞ্জ জেলার এক্তিয়ারপুরের ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক কাজী মোঃ বোরহান উদ্দিন
উঃ চীনের পর্যটনের স্থান ও সম্পদ প্রচুর। এগুলোর গভীর সুপ্ত শক্তি এবং ব্যাপক উন্নয়নের সম্ভাবনা আছে। চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং উন্মুক্ততার মাত্রা নিরন্তরভাবে গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্যটন শিল্প চীনের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। এখন চীনের বিভিন্ন অঞ্চলের পর্যটন স্থান দিন দিন বাড়ছে, অবকাঠামো নির্মানকাজও পরিপূর্ণ হচ্ছে, চীনে ভ্রমণের আসা বিদেশীদের সংখ্যা প্রতি বছর বাড়ছে।
চীনে পর্যটনের স্থান ও সম্পদ অনেক রকমের। যেমন সমুদ্রতলের নিচে ১৫৫ মিটার টুরুফা বেসিনের আটিন হ্রদের তলদেশ থেকে ৮৮৪৮.১৩ মিটার উচু বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ--- ছুমোলাংমা এভারেস্ট পর্যন্ত এর ব্যবধান ৯০০৩ মিটার। এটা সারা পৃথিবীতে অদ্বিতীয়।
চীন বিশ্ব সভ্যতার উত্স স্থানের অন্যতম। উজ্জ্বল ইতিহাস এবং সংস্কৃতির ফলে রয়েছে বহু উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি আজকে অতি মূল্যবান পর্যটন সম্পদে পরিণত হয়েছে। কেবল ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর চীনের ৩৪টি প্রাদেশিক প্রশাসনিক অঞ্চলে মোট ২৯টি পুরোনো প্রস্তরযুগের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে।
চীনের ঐতিহাসিক স্থান ও দৃশ্যাবলীর মধ্যে ছিং রাজবংশের শি হুয়াং সম্রাটের কবরের সৈন্য ও ঘোড়ার মূর্তি এবং ব্রোঞ্জের গাড়ি ও ঘোড়া বিশ্বের অষ্টম বিস্ময় বলে পরিচিত । এই যাদুঘরে প্রতি বছরে কয়েক লাখ পর্যটক আসেন। দুনহুয়ানের মোকাও গুহার দেওয়ালের গায়ে অঙ্কিত রঙিন চিত্র বিশ্বের শিল্পকলার ধনভাণ্ডার বলে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিখ্যাত হাজার মাইল মহাপ্রাচীর হচ্ছে চীনে আসা প্রত্যেক পর্যটকের একটি অবশ্যই দেখার বিষয়। তা ছাড়া, চীনে ৫৬টি জাতি আছে, প্রতিটি জাতির বৈশিষ্ট্যসম্পন্ন ঐতিহাসিক সংস্কৃতি এবং কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, তা দিয়ে রঙিন ও আকর্ষণীয় সাংস্কৃতিকসম্পদে-সমৃদ্ধ পুরাকীর্তি গঠিত হয়েছে।
চীনে ৫৬টি জাতি আছে, ফলে বিভিন্ন শহরের নির্মানশৈলীবৈশিষ্ট্যসম্পন্ন। উত্তর চীনে রাজধানী পেইচিং আছে, পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক কেন্দ্র শাংহাই আছে, পশ্চিম চীনে সুন্দর দৃশ্য এবং স্পষ্ট জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন নগর লাসা আছে, দক্ষিণাঞ্চলে চিরবসন্তের শহর খুনমিন আছে। এতো বেশি সুন্দর সুন্দর ও সমৃদ্ধ শহর এক একটি মুক্তার মতো চীনের ৯৬ লক্ষ বর্গকিলোমিটার ভূখন্ডে ছড়িয়ে আছে। চীনে জাতীয় শ্রেষ্ঠ পর্যটন নগর খেতাব অর্জনকারী শহর আছে ১৩৭টি।
|