১৪ সেপ্টেম্বর ইরাকের রাজধানী বাগদাদে দশবার আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১৫২জন নিহত এবং ৫৪২জন আহত হয়েছে।
ইরাকের পুলিশ বলেছে, একইদিনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মধ্যে বৃহত্তম ঘটনা হচ্ছে উত্তর-পশ্চিম বাগদাদের কাজিমিয়াহ অঞ্চলের একটি ময়দানে গাড়ী বোমার বিস্ফোরণে ১১৪জন নিহত আর ১৫৬জন আহত হয়েছেন।
এছাড়া, এই দিন পশ্চিম বাগদাদের শুয়ালা অঞ্চল ও আদেল এলাকা এবং পূর্ব বাগদাদে অস্ত্রধারী ব্যক্তিও আলাদা আলাদাভাবে তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং তাতে বহু লোক হতাহত হয়েছে।
আল-কায়েদা সংস্থার তিন নম্বর ব্যক্তি আল-জার্কাভির নেতৃত্বাধীন "আল কায়দা গ্রুপ ফ জিহাদ" সংস্থা একইদিনে ইন্টারনেটের মাধ্যমে একটি বিবৃতিতে, ধারাবাহিক বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। এই সংস্থা আরো বলেছে, চলতি সপ্তাহে উত্তর ইরাকে যুক্তরাষ্ট্র-ইরাকের যুক্ত বাহিনী বিদেশী সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে পরি বেষ্টন ও দমন অভিযান চালিয়েছে। এর প্রতিশোধ নেয়ার জন্যই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
|