শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিনদা রাজাপাক্ষে ১৪ সেপ্টেম্বর রাজধানী কলম্বোয় বলেছেন, শ্রীলংকার শান্তি প্রক্রিয়া নতুন পথ উন্মোচিত করা দরকার।
তিনি সংবাদদাতাদেরকে বলেছেন, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি বিরোধী পার্টিকে আমন্ত্রণ করবেন এবং তাঁদের সঙ্গে একত্রে সরকার ও তামিল টাইগার সংস্থার মধ্যেকার বৈঠকে অংশ নেবেন, যাতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।
কিছু পার্টি টাইগার সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানায় বলে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন, আবার যুদ্ধে ফিরে যাওয়া তাঁর বাছাই নয়। তিনি আরও বলেছেন, বিভিন্ন পার্টি গুরুত্বপূর্ণ সমস্যায় এক মত হলে শান্তি বাস্তবায়নের আশা হবে।
|