চীনের 'বেসরকারী শিক্ষা ত্বরান্বিত আইন' বাস্তবায়ন করার দুই বছরে, বেসরকারী শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে আইন স্পষ্ট সাফল্য অর্জন করেছে। বেসরকারী শিক্ষা উন্নয়নের অনুকূল আইন ও নীতির পরিবেশ ধাপে ধাপে গড়ে উঠছে।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও স্বাস্থ্য কমিটি, চীনের শিক্ষামন্ত্রণালয় ইত্যাদি বিভাগের যৌথ উদ্যোগে বেসরকারী শিক্ষার স্থানীয় আইন প্রণয়ন সেমিনার ১৪ সেপ্টেম্বর শানসি প্রদেশের সি আন শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় গণ-কংগ্রেসের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও স্বাস্থ্য কমিটির উপ-পরিচালক সিং সি চৌং বলেছেন, 'বেসরকারী শিক্ষা ত্বরান্বিত আইন'-এর প্রকাশ ও বাস্তবায়ন হল চীনের বেসরকারী শিক্ষা যে আইনগত পথে এগিয়ে চলতে শুরু করেছে তারই এক নিদর্শন। এতে বেসরকারী শিক্ষার সুষ্ঠু উন্নয়ন ও গোটা শিক্ষা ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে।
|