v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-15 08:50:44    
১৫ সেপ্টেম্বর

cri
    **১৯৫৪ সালের ১৫ই সেপ্টেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন উদ্বোধন

    ১৯৫৪ সালের ১৫ই সেপ্টেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । মহান নেতা মাও সেতুং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন । ভাষণে তিনি বলেন :" আমাদের কর্তব্য হচ্ছে: সারাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করা , আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য অর্জন করা একটি মহান সমাজতান্ত্রিকদেশ প্রতিষ্ঠা করা , আন্তর্জাতিক শান্তি সুরক্ষা করা ও মানবজাতির ভবিষ্যত্ উন্নত করার জন্যে প্রচেষ্টা চালানো । তিনি উল্লেখ করেন যে," চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব হচ্ছে আমাদের কর্মকান্ডের কেন্দ্রীয় শক্তি এবং মার্কসীয় ও লেনিনীয় মতবাদ হচ্ছে আমাদের চিন্তাধারার ভিত্তি । প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের সরকারের কাছে "সরকারী কর্ম রিপোর্ট" দেন । রিপোর্টে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ৫ বছর ধরে দেশের রাজনীতি, অর্থনীতি,সংস্কৃতি ,শিক্ষা ও পররাষ্ট্রনীতি ইত্যাদি ক্ষেত্রে অর্জিত বিরাট সাফল্য তুলে ধরা হয় এবং বিভিন্ন ধরনের কাজের ক্রটি ও সমস্যা উল্লেখ করা হয় ,ভবিষ্যতের বিভিন্ন কর্মসুচিও নির্ধারণ করা হয় ।

    **১৫ সেপ্টেম্বর বিশ্ব নারীদের চতুর্থ সম্মেলন সমাপ্ত

    ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর জাতি সংঘের ১২দিনব্যাপী বিশ্ব নারীদের চতুর্থ সম্মেলন পেইচিংয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "পেইচিং ঘোষণা"ও "কার্যক্রম"গৃহীত হওয়ার পর সমাপ্ত হয় ।

    সেবারকার সম্মেলনে মোট ১৬বার সকল অধিবেশন অনুষ্ঠিত হয় । ১৯৭টি দেশ ,অঞ্চল, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা দারিদ্র্য বিমোচন, যুদ্ধ বন্ধ করা, নারীদের ওপর হিংসাত্মক আচরণ চালানো এবং পুরুষ ও নারীর অসাম্য ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা করেন ।সম্মেলনে গৃহীত "পেইচিং ঘোষণা"ও "কার্যক্রমে" বিভিন্ন দেশের প্রতি তাগিদ জানানো হয় যে, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে নারীদের প্রতি সকল বৈষম্য দূর করা এবং নারীদের জন্য সম্মানজনক উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে ।

    বিশ্ব নারী সম্মেলনে মোট ১৭ হাজার ৬০০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ।এছাড়া, ৩০ হাজারেরও বেশী নারী বেসরকারী সংস্থার নারী ফোরামে অংশগ্রহণ করেন ।

    ** বৃহত্তম উপগ্রহ মহাকাশে উতক্ষেপন

    ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন "ডিস্কভারী" মহাশূন্যযানের ৫ জন নভোচারী একটি গবেষণা উপগ্রহ উত্ক্ষেপণ করেন । এর ওজন ৬.৬টন, মোটমূল্য ৭৪ কোটি মার্কিন ডলার । সেই উপগ্রহ তখনকার বিশ্বের বৃহত্তম উপগ্রহ । নাসা পৃথিবীর পরিবেশ গবেষণা করার জন্যে এই উপগ্রহ উত্ক্ষেপন করে ।

    **যুক্তরাষ্ট্র জার্মানীতে প্রবেশ করে

    ১৯৪৪ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন কমান্ডার মার্ল ব্রডলীর নেতৃত্বাধীন মার্কিন বাহিনী জার্মানীর আচেন শহরের পূর্বাঞ্চলের সিয়েগফ্রিদ লাইন ব্যূহ ভেদ করে এবং রাইন নদীর কাছে অবস্থান নেয় ,তখন থেকে তই জার্মানীতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের যুদ্ধ শুরু হয় ।

    **১৯১৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রথমবিশ্ব যুদ্ধে ট্যান্ক প্রথমবার ব্যবহার করা হয় ।