চীনের উপপ্রধান মন্ত্রী হুওয়াং চু ১৪ সেপ্টেম্বর পেইচিংয়ে পাকিস্তানের চীফ অফ জয়েন্ট স্টাফের চেয়ারম্যান জেনারেল এহসান উল হকের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন , চীন পক্ষ দ্বিপাক্ষিক আদানপ্রদান ও সহযোগিতা জোদার করতে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে দু দেশের সম্পর্ক আরো উন্নত করতে আগ্রহী ।
উপপ্রধান মন্ত্রী হুওয়াং চু আরো বলেছেন, এই বছর দুদেশের মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো তাত্পর্যময় হয়েছে ।
এহসান উল হক বলেছেন, চীন পক্ষ দীর্ঘকাল ধরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে যে সাহায্য ও সমর্থন দিয়েছে তার জন্য পাকিস্তান পক্ষ কৃতজ্ঞ । চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও ভাই এবং এই অঞ্চল তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বুপূর্ণ শক্তি ।
|