পেইচিংয়ে অনুষ্ঠানরত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন ১৩ সেপ্টেম্বর বাস্তব সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে ।
জানা গেছে , দঃকোরিয়া-রাশিয়া , জাপান-উঃকোরিয়া , জাপান-দঃকোরিয়া ও মার্কিন-রাশিয়া প্রতিনিধি দলগুলো সেদিন সকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছে । জাপান-রাশিয়া , মার্কিন-উঃকোরিয়া ও চীন-রাশিয়া প্রতিনিধি দলগুলো সেদিন বিকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছে।
মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফারহিল বলেছেন , পারমাণবিক অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপ গড়া হল এই পর্যায়ের সম্মেলনের প্রধান আলোচ্যবিষয় । তিনি আশা করেন প্রথম পর্যায়ের সম্মেলনে স্বাক্ষরিত খসড়া যৌথ দলিলের ভিত্তিতে এবারকার সম্মেলনে যৌথ দলিল স্বাক্ষিরিত হবে ।
জাপানি প্রতিনিধি দলের প্রধান কেনিচিরো সাসায় সেদিন বলেছেন , বর্তমান সম্মেলনে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা অপহরণ সমস্যার চেয়ে আরও গহুরুত্বপূর্ণ ।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান সুং মিন সুন সেদিন বলেছেন , বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি উত্তর কোরিয়াকে তার পারমাণিবিক অস্ত্র ও পরিকল্পনা ছেড়ে দিতে হবে ।
উল্লেখ্য , চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন ১৩ সেপ্টেম্বর শুরু হয়েছে ।
|