চীনের জাতীয় বন ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক জাং চিয়েন লুং ১৪ সেপ্টেম্বর হো নান প্রদেশের জেন চৌ শহরে জানান, চীনে বনাঞ্চলের অনুপাত নয়া চীন প্রতিষ্ঠার প্রথমদিকের ৮.৬ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ১৮.২১শতাংশ হয়েছে।
জাং চিয়েন লুং জেন চৌ শহরে আয়োজিত একটি বনায়ন সম্মেলনে এই কথা বলেছেন।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনে প্রচলিত আবাদকৃত কৃষিজমিতে পুনঃবনায়ন, পতিত জমি ও ন্যাড়া পাহাড়ে বন লাগানো, বালি-ঝড়ের উত্পত্তি স্থলের সংস্কার ইত্যাদি পরিকল্পনার মাধ্যমে বনায়নে বিরাট অগ্রগতি হয়েছে।
|