সিনহুয়া সংবাদ সংস্থার খবরে প্রকাশ , চীনের বিজ্ঞান একাডেমী ও জাপানের বিজ্ঞান গবেষণাগারের মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা ও ত্রাণকাজে ব্যবহার্য রোবট প্রযুক্তি সংক্রান্ত চীন ও জাপানের গবেষণা কেন্দ্র ১২ সেপ্টেম্বর উত্তর পূর্ব চীনের সেং ইয়াং শহরে প্রতিষ্ঠিত হয়েছে ।
জানা গেছে , এই কেন্দ্র ত্রাণকাজে ব্যবহার্য রোবটের নকশা অঙ্কন ও তৈরীর কঠিন সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাবে।
উল্লেখ করা যেতে পারে যে , বন্যা , ভূমিকম্প, অগ্নিকাণ্ড , ক্ষতিকর তরলদ্রব্য নি:সৃত হওয়া প্রভৃতি দুর্যোগ দেখা দিলে মানুষের নিয়ন্ত্রণে এই ধরনের রোবট বিপজ্জনক পরিবেশে কাজ করতে পারবে ।
|