মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর স্বীকার করেছে যে , যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে কাটরিনা ঝড়ে মৃতের সংখ্যা ৬৫৭ জনে দাঁড়িয়েছে ।
এক পরিসংখ্যান অনুযায়ী লুইসিয়ানা রাজ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশী । এই রাজ্যের নিউ ওর্লিন শহরে সবচেয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে । নিউ ওর্লিন শহরের মেয়র আশংকা করে বলেছেন , এই শহরে মৃতের সংখ্যা দশ হাজারে পৌঁছতে পারে ।
একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশ বলেছেন , ক্যাটরিনা ঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের সরকারের জরুরী সংকট মোকাবিলার সামর্থ্যের দারুণ অভাব ধরা পড়েছে । ত্রাণকাজে সমস্ত কর্তব্য পালনে ফেডারেল সরকারের ব্যর্থতার দায়িত্ব তিনি গ্রহণ করে বলেছেন , বাস্তব ঘটনা তদন্ত করা হবে যাতে ভবিষ্যতে সরকার সময়মত অনুরূপ দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা নিতে পারে ।
এর আগের দিন প্রেসিডেন্ট বুশ ডেভিড পাউলিসনকে ফেডারেল জরুরী কার্যক্রম দফতরের অস্থায়ী প্রধান নিযুক্ত করেছেন ।
|