জাতিসংঘের ৬০তম সাধারণ পরিষদের অধিবেশন ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব কফি আনান এবং ১৯১টি সদস্য দেশের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ৬০তম সাধারণ পরিষদের অধিবেশনের চেয়ারম্যান জান এলিয়াসোন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানে বলেছেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজ সন্ত্রাসবাদের হুমকি, দারিদ্র, রোগ, নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার সহ নানা সমস্যার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, অব্যাহতভাবে এই সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা চালানো হবে এবং সক্রিয়ভাবে জাতিসংঘের সংস্কার ত্বরান্বিত করা হবে, যাতে প্রশাসনিক, তত্ত্বাবধান এবং পর্যালোচনার ক্ষেত্রে জাতিসংঘের উচ্চ মানদন্ড নিশ্চিত করা যায়।
এবারকার অধিবেশনের এক অংশ হিসেবে জাতিসংঘের শীর্ষ সম্মেলন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
|