১৩ সেপ্টেম্বর ছিংহাই প্রদেশের সিনিং শহরে অনুষ্ঠিত একটি সম্মেলন সূত্রে জানা গেছে, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত, চীনের হুয়াংহো নদীর মধ্য-অববাহিকার পীত-মাটির মালভূলি অঞ্চলে মোট ৭৮ হাজার বর্গকিলোমিটার এলাকায় পানি আর মাটির ক্ষয় রোধের ব্যবস্থায় সার্বিক সংস্কার হয়েছে। পীত-মাটির মালভূমির প্রাকৃতিক পরিবেশ স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে।
জানা গেছে, পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়ন বাস্তবায়নের পর, পীত-মাটির মালভূলি অঞ্চলের পানি আর মাটির ক্ষয় রোধে চীন প্রাকৃতিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে পর পর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এবং হুয়াংহো নদীর উচ্চ ও মধ্য-অববাহিকা অঞ্চলে ১৪৪ কোটি রেন মিনবি পুঁজি বিনিয়োজিত হয়েছে।
|