লি থিং ১৯৮৭ সালের ১লা এপ্রিল চীনের কুয়াংসি প্রদেশের কুয়েলিন শহরে জন্ম গ্রহণ করেন। সংগীত বিষয়ে তাঁর সখ আছে। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০৩ সালে বিশ্ব সাঁতার চ্যাম্পয়নশীপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
লি থিং ১৯৯৪ সালে কুয়াংসি প্রদেশের ডাইভিং স্কুলে অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন চেং ইয়োং। ১৯৯৯ সালে কুয়াংসি প্রদেশের ডাইভিং দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ছিন চিং। ১৯৯৯ সালের এপ্রিল মাসে তিনি জাতীয় দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন চোং সাওচেন এবং লি ফাং। ২০০০ সালে জাতীয় দলে তাঁকে প্রশ্রিক্ষণ দেবার দায়িত্ব নেন লি ফাং এবং লিউ ইয়াং। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত তাঁর কোচ লান ওয়ে।
২০০১ সালে মৈত্রী গেমসে (goodwill games)তিনি নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের ডাইভিং গ্রাঁ পির মস্কো ধাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে বিশ্ব কাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ বিশ্ব চ্যাম্পয়নশীপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁ পির ক্যানাডা স্টেশনে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁ পির যুক্তরাষ্ট্র স্টেশনে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
|