v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-14 09:09:31    
লাও লিশি

cri
    লাও লিশি ১৯৮৭ সালের ১২ ডিসেম্বর চীনের কুয়াংতোং প্রদেশের চানচিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর ক্রীড়া দফা হল ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং। সংগীত বিষয়ে তাঁর সখ আছে। তাঁর সর্বোশ্রেষ্ট সাফল্য হচ্ছে, ২০০৩ সালের বিশ্ব সাঁতা চ্যাম্পয়নশীপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়নশীপ অর্জন।

    তিনি ১৯৯৫ সালে কুয়াংতোং প্রদেশের চানচিয়াং শহরের ছিখান ডিস্ট্রিক্টের ক্রীড়া স্কুলে অনুশীলন করেন। তখন তাঁর কোচ ছিলেন চোং ছুয়ানশেং। ১৯৯৮ সালে তিনি কুয়াংতোং প্রদেশের ডাইভিং দলে প্রবেশ করেন। তখন তাঁর কোচ ছিলেন লিং হাইছেন। ২০০২ সালের জানুয়ারী মাসে তিনি জাতীয় ডাইভিং দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন চাং থিং। ২০০৪ সালের মার্চ মাসে তাঁকে প্রশ্রিক্ষণ দেবার দায়িত্ব নেন লিউ হেংলিন।

    ২০০১ সালে নবম জাতীয় গেমসে তিনি নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন ও ১০ মিটার প্ল্যাটফর্ম একক বিভাগে তৃতীয় হন। ২০০২ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁপ্রির স্পেন ধাপে নারীদের একক ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ের একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁ পির ক্যানাডা ধাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং একক বিভাগে চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের যুক্তরাষ্ট্র ধাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে জাতীয় ডাইভিং চ্যাম্পয়নশীপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং বিভাগে রানার্স-আপ হন। ২০০২ সালে বিশ্ব-কাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং একক ও দ্বৈত দফায় চ্যম্পিয়ন হন। ২০০২ সালে ফুসান এশীয় গেমসে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম একক দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের গ্রাঁ প্রির চীনের চুহাই ধাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং একক ও দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পয়নশীপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফায় চ্যাম্পিয়ন ও একক দফায় রানার্স-আপ হন। ২০০৪ সালে চতুর্দশ বিশ্ব-কাপে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং যুগ্ন বিভাগে চ্যাম্পিয়ন হন।