v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-14 08:40:49    
১৪সেপ্টেম্বর

cri
    ২০০০ সালের ১৪ সেপ্টেম্বর এশিয়া ও ইউরোপের সমুদ্রতলের অপটিক্যাল ক্যাবল সম্পূর্ণভাবে চালু

    ২০০০ সালের ১৪ সেপ্টেম্বর এশিয়া ও ইউরোপের সমুদ্রতলের অপটিক্যাল ক্যাবল আনুষ্ঠানিকভাবে চালু হয় । এই দিন এশিয়া ও ইউরোপের সমুদ্রতলের অপটিকাল ক্যাবলের সাংহাই স্থলস্টেশন চালু হয় । গোটা অপটিক্যাল ক্যাবল ৩৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে। চায়না টেলিকমিউনিকেশন কোম্পানি এই প্রকল্প নির্মাণে অংশ নিয়েছে । এই ক্যাবল নির্মাণের সাফল্য এমন একটি নিদর্শন যে, চীনের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন আর একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে ।

    এশিয়া-ইউরোপ সমুদ্রতলের অপটিক্যাল ক্যাবল ব্যবস্থা পশ্চিম দিকের ব্রিটেন থেকে শুরু হয়ে ভূমধ্যসাগরের উপকূলীয় ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশ হয়ে লোহিত সাগর অতিক্রম করে ভারতমহাসাগরে প্রবেশ করে , তার পর সিংগাপুর থেকে মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম প্রভৃতি দেশ হয়ে চীনে পৌছে এবং সবশেষে জাপান আর দক্ষিণ কোরিয়ায় যায় । এই ক্যাবল মোট ৩৮ হাজার কিলোমিটার দীর্ঘ, ৩৩টি দেশ ও অঞ্চল সংযুক্ত করে , এই ক্যাবল ব্যবস্থার মোট ৩৯টি স্থলস্টেশন চালু রয়েছে ।

    ১৯৫০ সালের ১৪ সেপ্টেম্বর চীনের সঙ্গে সুইজারল্যাণ্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    সুইজারল্যাণ্ডের পুরো নাম সুইজারল্যাণ্ড ফেডারেশন । সুইজারল্যাণ্ড মধ্যইউরোপের এক স্থলবেষ্টিত দেশ। তার আয়তন ৪১ হাজার ২৮৪ বর্গকিলোমিটার , লোকসংখ্যা ৫৪.৫ লাখ(২০০৪ সাল)। এদেশের সরকারী ভাষা জার্মান, ফরাসী এবং ইতালী ভাষা । রাজধানী বার্ন । সুইজারল্যাণ্ড খুবই উন্নত এক ধনতান্ত্রিক দেশ । এটা শিল্পোন্নত দেশ, কিন্তু খাদ্যশস্যে স্বাবলম্বী হতে পারে নি । পশুপালন শিল্প খুবই উন্নত । সুইজারল্যাণ্ডের প্রধান রপ্তানী দ্রব্য হলো: যন্ত্রপাতি, ধাতু, রাসায়নিক দ্রব্য ও ওষুধপত্র, ঘড়ি, বস্ত্রজাত দ্রব্য, পোষাক, খাদ্যদ্রব্য। এদেশ আমদানী করে প্রধানত কাঁচামাল, অশোধিত তেল , অর্ধ-শোধিত জ্বালানী এবং টেকসই ভোগ্য পণ্য ইত্যাদি। ১৮১৫ সালে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে সুইজারল্যাণ্ডকে চিরস্থায়ী নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ১৮৪৮ সালে সুইজারল্যাণ্ড একটি একীভূত ফেডারেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। দুই বিশ্ব যুদ্ধেই সুইজারল্যাণ্ড তার নিরপেক্ষতা বজায় রাখে । দেশের পরিস্থিতি স্থিতিশীল।১৯৫০ সালের ১৪ সেপ্টেম্বর সুইজারল্যাণ্ড চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

    ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ওপেক প্রতিষ্ঠা

    ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ওপেক (তেল রপতানীকারক দেশগুলোর সংস্থা) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার উদ্দেশ্য " বিভিন্ন সদস্যদেশের তেলনীতি সমন্বিত ও একীভূত করা, বিভিন্ন দেশের স্বার্থ সুরক্ষা করা", এই উদ্দেশ্য তেল রপ্তানীর দাম এবং কর বাড়ানো হয়েছে । ওপেক সংস্থার সদস্যদেশগুলোতে বিশ্বের তেলের ৭০ শতাংশেরও বেশী মজুদ রয়েছে এবং ৫০ শতাংশেরও বেশী উত্পাদন হয়।

    ১৮৬৭ সালের ১৪ই সেপ্টেম্বর ' ডাস ক্যাপিটাল' গ্রন্থের প্রথম খণ্ড প্রাকাশিত

    ১৮৬৭ সালের ১৪ই সেপ্টেম্বরমার্ক্সের বারংবার সংশোধিত ' ডাস ক্যাপিটাল' গ্রন্থের প্রথম খণ্ড জার্মানির হাম্বুর্গে প্রকাশিত হয় । এটা মানবসমাজের চিন্তাধারার ইতিহাস এবং আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী গুরুত্বপূর্ণ ঘটনা।

    মার্ক্স দীর্ঘ ২০ বছর ধরে এই বই লেখেন । 'ডাস ক্যাপিটাল" গ্রন্থের প্রথম খণ্ডে পণ্যের বিশ্লেষণ থেকে শুরু করে 'উদ্বৃত্ত শ্রমের দ্বারা উদ্বৃত্ত মূল্য সৃষ্টির তত্ত্ব' বর্ণনা করা হয়েছে , এতে ধনতন্ত্রের শোষণের গোপন কথা উদ্ঘাটিত হয়।