গত বছর ইন্দোনেশিয়াস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে একটি হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ইয়ান দার্মাওয়ান মুথোকে ১৩ সেপ্টেম্বর জাকার্তার একটি আদালত মৃত্যুদন্ড দিয়েছে ।
জানা গেছে, ইন্দোনেশিয়ার প্রধান বিচারপতি রোকি পানজাইথান একই দিন বলেছেন, দার্মাওয়ান সন্ত্রাসী তত্পরতায় অংশগ্রহণ করেছে, তা প্রমাণিত হয়েছে। দার্মাওয়ানও স্বীকার করে বলেছেন, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন এ হামলায় অর্থ যুগিয়েছে।
উল্লেখ্য ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর, ইন্দোনেশিয়াস্থ অস্ট্রেলিয়ার দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে হামলাকারী-সহ ১২জন নিহত এবং ২০০জন আহত হয়।
|