চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিন কাং ১৩ই সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষেঅনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে সাফল্য অর্জনের জন্যে প্রচেষ্টা চালাতে চীন ইচ্ছুক ।
এক সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন , জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন বরাবরই বিশ্বশান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করায় জাতিসংঘকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সমর্থন করে আসছে । চীন জাতিসংঘের ব্যাপক সদস্য দেশের সঙ্গে শীর্ষ সম্মেলনের ইতিবাচক সাফল্যের জন্যে প্রচেষ্টা চালাবে ।
ছিন কাং আরও বলেছেন , জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে প্রেসিডেন্ট হু চিনথাও আন্তর্জাতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে চীনের অধিষ্ঠান ব্যাখ্যা করবেন এবং আন্তর্জাতিক সম্পর্কের সুষ্ঠু ও সুষম বিকাশ আর জাতিসংঘের সংস্কার ত্বরান্বিত করা সম্পর্কে বাস্তব প্রস্তাব উত্থাপন করবেন ।
|