নেপালের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ১৩ সেপ্টেম্বর স্বীকার করেছে যে , গত দু মাসে নেপালের কিছু এলাকায় জাপানী এনসিফিলাইটিস রোগ ছড়িয়ে পড়ায় কেবল সরকারী হাসপাতালে ২০০ রোগী মারা গেছেন ।
নেপালের স্বাস্থ্য মন্ত্রনালয়ের একজন কর্মকর্তাবলেছেন , রোগটি যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যে সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । কিন্তু বিদ্রোহী তত্পরতার কারণে সরকারের রোগ প্রতিরোধ তত্পরতা কিছু এলাকায় ব্যাহত হয় । এই সব এলাকার শিশুরা নিয়মিতভাবে এনসিফিলাইটিস প্রতিরোধেরটিকা গ্রহণ না করার ফলে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ।
এখন বিশ্ব ব্যাংক আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থা নেপালের কাছে আর্থিক ও পন্য সাহায্য পাঠিয়েছে । যাতে রোগটি নিয়ন্ত্রণ করতে এবং রোগী চিকিত্সা করতে স্থানীয় সরকারকে সাহায্য করা যায় ।
|