জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং ১৩ই সেপ্টেম্বরের পিপলস ডেইলী পত্রিকায় " শান্তি রক্ষা করুন , উন্নয়ণ ত্বরান্বিত করুন " শিরোনামে প্রবন্ধ প্রকাশ করেছেন । প্রবন্ধটিতে বলা হয়েছে , জাতিসংঘের প্রতিষ্ঠা বিশ্ব জনগণের এক শান্তিময়, উন্নয়ন ও সহযোগিতার বিশ্ব গড়ে তোলার সুন্দর আশা-আকাঙক্ষা বহন করেছে । এটা বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে বহুপক্ষবাদ ও সমবায়গত তত্পরতার প্রতি প্রতিশ্রুতি দিয়েছে । মোটের কথা , গত ৬০ বছরে জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষা করা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভূমিকা পালন করেছে ।
নতুন শতাবব্দীতে প্রবেশ করার পর জাতিসংঘ নজিরবিহীন চ্যালেন্জের সম্মুখীন হয়েছে । আন্তর্জাতিকসমাজ স্পষ্ট উপলব্ধি করেছে যে , বহুপক্ষবাদ বাস্তবায়নের উত্তম জায়গা হিসেবে জাতিসংঘের ভূমিকাকে জোরদার করতে হবে , জাতিসংঘের মর্যাদাকে রক্ষা করতে হবে ।
জাতিসংঘের সংস্কার , জাতিসংঘের মর্যাদা জোরদার করা , জাতিসংঘের কার্যকরিতা উন্নত করা এবং পৃথিবীজোড়া হুমকী ও চ্যালেন্জের মোকাবেলায় জাতিসংঘের ক্ষমতা বাড়ানোর কাজ চীন সমর্থন করে ।
|