চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১২ সেপ্টেম্বর মেক্সিকো শহরে মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্সের সঙ্গে বৈঠক করেছেন এবং মেক্সিকোর সিনেটে " পারস্পরিক উপকারিতার সহযোগিতা জোরদার করে অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করুন " শিরোনামে ভাষণ দিয়েছেন ।
বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান দুদেশের সহযোগিতায় অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং মিলিত কন্ঠে বলেছেন যে , তারা মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে অব্যাহতভাবে দুদেশের কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ককে গভীরে নিয়ে যাবেন ।
হু চিনথাও দুদেশের সম্পর্ককে গভীরে নিয়ে যাওয়ার জন্যে ধারাবাহিক প্রস্তাব উত্থাপন করেছেন । প্রেসিডেন্ট হু চিনথাওয়ের প্রস্তাবের প্রতি প্রেসিডেন্ট ফক্স পুরোপুরি সমর্থন জানিয়েছেন । তিনি বলেছেন , মেক্সিকো ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করা এবং বর্তমানের আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে পুরোপুরি এক মত হয়েছে । মেক্সিকো সরকার দৃঢতার সঙ্গে এক চীন নীতি সমর্থন করবে এবং সার্বিকভাবে দুদেশের কৌশলগত সম্পর্ককে গভীরে নিয়ে যেতে ইচ্ছুক ।
একই দিন হু চিনথাও মেক্সিকোর সিনেটেও ভাষণ দিয়েছেন ।
|