কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন ১৩ সেপ্টেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। এবারের বৈঠকে অংশগ্রহণকারী চীন, উঃ কোরিয়া, যুক্তরাষ্ট্র, দঃ কোরিয়া, রাশিয়া ও জাপানের প্রতিনিধি দল বিকেলে প্রথম বারের দলনেতার সম্মেলনের মাধ্যমে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু করে।
এবারের সম্মেলনে বিভিন্ন পক্ষ কীভাবে কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা নিসরন করা যায়-তা নিয়ে আলাপ-আলোচনা করবেন।
এবারের সম্মেলন শুরু হওয়ার আগে, বিভিন্ন পক্ষ নিজ নিজ মতামত প্রকাশ করেছে। উঃ কোরিয়ার প্রতিনিধি দলের পরিচালক কিম কিয়ে-গয়েন বলেছেন, উঃ কোরিয়া আন্তরিকতার সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় নীতিতে অবিচল থাকার সঙ্গে সঙ্গে দরকার হলে নমনীয়তা দেখাবে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা, পররাষ্ট্র ও বাণিজ্য উপ-মন্ত্রী সু মিন-সুন বলেছেন, বিভিন্ন পক্ষ নরম দৃষ্টিভঙ্গি দেখালে এবারের বৈঠক সফল হতে পারবে। মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল বলেছেন, যুক্তরাষ্ট্র উঃ কোরিয়ার দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন দেখেছে। জাপানের প্রতিনিধি দলের নেতা কেনিছিরো সাসাই বলেছেন, প্রথমতঃ উঃ কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ও পরিকল্পনা ছেড়ে দিতে হবে।এটি এবারের বৈঠকের প্রধান বিষয়।
|