চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপমহাপরিচালক জাং পাও কুও ১৩ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , শক্তি সম্পদ উন্নয়ন ও শক্তি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে চীন অব্যাহতভাবে উন্মুক্ততার নীতি অনুসরণ করে অন্যান্য দেশের সঙ্গে গভীরভাবে সহযোগিতা করবে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেছেন , চীন প্রধানত: নিজের প্রচেষ্টায় শক্তি সম্পদের সমস্যা সমাধান করবে । তবে শক্তি সম্পদের ক্ষেত্রে বিদেশের সঙ্গে চীনের আদান-প্রদান আর সহযোগিতাও ক্রমে সম্প্রসারিত হবে । চীন সরকার এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ ,আন্তর্জাতিক সংস্থা আর আন্তর্দেশীয় কোম্পানির সঙ্গে ব্যাপকভাবে সংলাপ ও সহযোগিতা চালাতে ইচ্ছুক ।
|