২০০৫ সালে নরওয়ের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ১৩ সেপ্টেম্বর ভোরবেলায় প্রকাশিত হয়েছে । ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শ্রমিক পার্টি সংসদের ১৬৯টি আসনের মধ্যে ৬২টি আসন পেয়ে বিজয় লাভ করেছে এবং জাতীয় সংসদের সর্ব বৃহত্ পার্টিতে পরিণত হয়েছে।
বামপন্থী সোসালিষ্ট পার্টি আর কেন্দ্রীয় পার্টির পাওয়া আসন নিয়ে বামপন্থী পার্টিগুলোর লাল-সবুজ জোট মোট ৮৮ আসন পেয়েছে । বর্তমান প্রধানমন্ত্রী বোনদেভিকের নেতৃত্বাধীন খ্রীষ্টান গণ পার্টি ও রক্ষনশীল পার্টিকে প্রধান অঙ্গ করে গড়ে উঠা দক্ষিণ পার্টির জোট জাতীয় সংসদের ৮১টি আসন পেয়েছে । নরওয়ের আধুনিক যুগে জাতীয় সংসদ নির্বাচনে দুটো জোটের পাওয়া আসনের সংখ্যার ব্যবধান এবার সবচেয়ে কম ।
|